রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

মাগুরা মহম্মদপুরে পুকুরে ডুবে আবু রায়হান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাজাপুর ইউনিয়নের গবরনেদা গ্রামের মো. ইমদাদুল মোল্লার পুত্র। 

স্থানীয়রা জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশুটি অসাবধানবসত বাড়ির পিছনে পুকুরে পানিতে পড়ে। এক পর্যায়ে পরিবারের লোকেরা ওই শিশুটিকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি পরিদর্শক বোরহান উল  ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের পরিবারের কাছে দেয়া  হয়েছে।

টিএইচ